প্রকাশিত: Tue, Jan 10, 2023 5:46 AM আপডেট: Tue, Apr 29, 2025 5:16 AM
কুমিল্লা ভিক্টোরিয়ান্সকে হারিয়ে বিপিএলে সিলেটের হ্যাটট্রিক জয়
এল আর বাদল: দুর্দান্ত পারফরম করে বাংলাদেশ প্রিমিয়ার ক্রিকেট লিগে (বিপিএল) টানা তিন ম্যাচ জিতলো সিলেট স্ট্রাইকার্স। অথচ এই দলটি সেরা দুইয়ের তালিকায় ছিল না। দেশের ক্রিকেটের সফলতম অধিনায়ক মাশরাফী বিন মোর্তুজার স্পর্শে সেই সিলেট যেনো জয়গান গাইছে। প্রথম ম্যাচে চট্টগ্রাম চ্যালেঞ্জার্সকে ৮ উইকেটে হারিয়ে দাপুটে শুরুর পর হাইভোল্টেজ ম্যাচে সাকিবের ফরচুন বরিশালকে ৬ উইকেটে হারায় সিলেট। এবার বর্তমান চ্যাম্পিয়ন কুমিল্লাকে ৫ উইকেটে হারিয়ে হ্যাটট্রিক জয় উদ্যাপন করলো মাশরাফীবাহিনী।
সোমবার মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে বিপিএলের নবম আসরের পঞ্চম ম্যাচে টস জিতে প্রথমে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেয় সিলেট। নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেট হারিয়ে ১৪৯ রান করে কুমিল্লা। জবাবে ব্যাট হাতে কাণ্ডারির ভূমিকা পালন করেন তরুণ তৌহিদ হৃদয়। তাতে খুব সহজে কুমিল্লার বিপক্ষে ৫ উইকেটের জয় তুলে নেয় সিলেট।
প্রথমে ব্যাটিংয়ে নেমে শুরুটা ভালো করতে পারেনি কুমিল্লা। টানা দ্বিতীয় ম্যাচে ব্যর্থ হয়েছেন লিটন দাস। তবে ইংলিশ ব্যাটার ডেভিড মালানের ৩৭ রান এবং জাকের আলীর অনবদ্য হাফ সেঞ্চুরিতে ১৪৯ রানের সংগ্রহ পায় কুমিল্লা।
জবাবে ব্যাট করতে নেমে শুরুর দিকে ধাক্কা খায় সিলেট স্ট্রাইকার্স। দলীয় ১২ রানে প্রথম উইকেট হারায় দলটি। ৬ রান করে আবু হায়দারের বলে লিটন দাসের হাতে ক্যাচ দিয়ে ফেরেন ওপেনার মোহাম্মদ হারিস। ব্যক্তিগত ১৯ রান করে আউট হয়েছেন আরেক ওপেনার নাজমুল হোসেন শান্ত। ৫৫ রানে ২ উইকেট হারিয়ে ঘুরে দাঁড়ায় স্ট্রাইকার্সবাহিনী।
তৌহিদ হৃদয়কে সঙ্গে নিয়ে জাকির হাসান দ্রুত রান তুলতে থাকেন। তবে ১৮ বলে ৩০ রান করা মারকুটে এই জুটিকে থামান মোহাম্মদ নবী। ১০ বলে ২০ রান করা জাকির নবীর বলে লিটনের হাতে ক্যাচ দিয়ে আউট হন। সিলেটের পক্ষে দুর্দান্ত ব্যাটিং করে ৩৭ বলে ৫৬ রান করেন তৌহিদ। ৫৬ রান করতে তিনি তিনটি চার ও চারটি ছয় হাঁকিয়েছেন। সম্পাদনা: সালেহ্ বিপ্লব
আরও সংবাদ
[১]অস্ট্রেলিয়ার কাছে বৃষ্টি আইনে ২৮ রানে হারলো বাংলাদেশ
[১]আজ বিশ্বকাপের সুপার এইটে ভারতের মুখোমুখি বাংলাদেশ
[১]ভয় কাটিয়ে জয় দক্ষিণ আফ্রিকার
[১]বিশ্বকাপ ক্রিকেটে আজ ভারত ও পাকিস্তান মহারণ
[১]বঙ্গবন্ধু আন্তর্জাতিক কাবাডিতে টানা চতুর্থবার শিরোপা জিতলো বাংলাদেশ
[১]যুক্তরাষ্ট্রে আজ পর্দা উঠছে টি-টোয়েন্টি বিশ্বকাপের [২]স্বাগতিকদের বিরুদ্ধে মুখোমুখি কানাডা

[১]অস্ট্রেলিয়ার কাছে বৃষ্টি আইনে ২৮ রানে হারলো বাংলাদেশ

[১]আজ বিশ্বকাপের সুপার এইটে ভারতের মুখোমুখি বাংলাদেশ

[১]ভয় কাটিয়ে জয় দক্ষিণ আফ্রিকার

[১]বিশ্বকাপ ক্রিকেটে আজ ভারত ও পাকিস্তান মহারণ

[১]বঙ্গবন্ধু আন্তর্জাতিক কাবাডিতে টানা চতুর্থবার শিরোপা জিতলো বাংলাদেশ
